দ্য হিমালয়ান টাইমস

চীন-নেপাল সীমান্তে যৌথ নিরাপত্তা দফতর স্থাপনের প্রস্তাব বেইজিংয়ের

জয়েন্ট কমান্ড মেকানিজম চুক্তির আওতায় চীন-নেপাল সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর যৌথ দফতর স্থাপনের প্রস্তাব দিয়েছে বেইজিং। চীনের দাবি, এর মধ্য দিয়ে তিব্বতের শরণার্থীদের চলাফেরায় নিয়ন্ত্রণ আনা এবং অপরাধীদের তৎপরতা ঠেকানো যাবে। তবে নেপালি কর্তৃপক্ষ এখনও চীনের প্রস্তাবে সাড়া দেয়নি। তবে দায়িত্বগ্রহণের অপেক্ষায় থাকা চীনপন্থী নতুন সরকার এই প্রস্তাবে সাড়া দেবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে।

দ্য হিমালয়ান টাইমস
সিন্ধুপালচকের প্রধান জেলা কর্মকর্তা আশমান তামাং কে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, শনিবার তিব্বতের খাসায় নেপালি ও চীনা কর্তৃপক্ষ প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছে। বৈঠকে ১৩ সদস্যবিশিষ্ট নেপালি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন তামাং। আর ৮ সদস্যবিশিষ্ট চীনা দলটির নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিক প্রতিনিধি ওয়াং জিন তাং।   

হিমালয়ান টাইমসকে তামাং বলেন, ‘চীনারা বিশ্বাস করে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনের মধ্য দিয়ে অবৈধ ও অপরাধমূলক তৎপরতাগুলো নিয়ন্ত্রণ করা যাবে। তাদের প্রস্তাব অনুযায়ী, যৌথ ব্যবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে যৌথ টহল চালানো যাবে।’

বৈঠকের সময় নেপালি প্রতিনিধিরা চীনা প্রতিনিধিদের জানায়, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে। তামাং বলেন, ‘আমরা তাদের বলেছি, হয় তারা আরেকটি বৈঠক পর্যন্ত অপেক্ষা করুক নয়তো সরাসরি মন্ত্রণালয়ের সঙ্গে বোঝাপড়া করুক।’

তবে যৌথ নিরাপত্তা দফতরগুলো ঠিখ কোন এলাকায় স্থাপন করা হবে তা চীনা প্রস্তাবে স্পষ্ট করে উল্লেখ করেছেন তামাং।