দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সর্বদলীয় সম্মেলনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ দাবি

পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের পদত্যাগ দাবি করেছে সর্বদলীয় সম্মেলন (এপিসি)। মডেল টাউন ট্রাজেডিকে কেন্দ্র করে তার পদত্যাগ দাবি করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) এই খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান আওয়ামী তেহরিক প্রধান তাহিরুল কাদরি ওই সর্বদলীয় সম্মেলনের ডাক দিয়েছিলেন। সম্মেলনে রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর অন্তত ৫০ সদস্য অংশ নেন। সেখানে মডেল টাউন ট্রাজেডির নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। পাঁচ দফা দাবিবিশিষ্ট ওই বিবৃতিতে ওই ট্রাজেডি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চ গঠনের দাবি জানানো হয়।

২০১৪ সালে পাঞ্জাব পুলিশের সঙ্গে পাকিস্তান আওয়ামী তেহরিক এর কর্মীদের সংঘর্ষের ঘটনাকে মডেল টাউন ট্রাজেডি নামে ডাকা হয়। ওই ঘটনায় ১৪ জন নিহত ও ৮০ জন আহত হয়েছিল।