ডেইলি সাবাহ

একে পার্টি-এমএইচপি জোট, তুরস্কের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত

Daily Sabahতুরস্কের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত দৃশ্যমান হয়ে উঠছে। দূরত্ব ঘুচিয়ে জোটবদ্ধ হচ্ছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) এবং বিরোধী দল ন্যাশনাল মুভমেন্ট পার্টি (এমএইচপি)। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
সমঝোতা অনুযায়ী ২০১৯ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে সমর্থন দেবে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি। দলটির প্রধান দেবলেত বাহসেলি এক সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তার দল প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এরদোয়ান’কে সমর্থন দেবে। তার বিপরীতে কোনও দলীয় প্রার্থী দেওয়া হবে না।

ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি’র এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এ সময় তিনি জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দলটির ভূমিকার প্রশংসা করেন।