দ্য হিমালয়ান টাইমস

নেপালে জাতীয় পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

বুধবার জাতীয় পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নেপালের নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এই তফসিল ঘোষণার খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতা
নেপালের নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের ভিত্তিতে হিমালয়ান টাইমস জানায়, আগামী ২১ জানুয়ারি সকাল ১০টার দিকে ভোটার তালিকা প্রকাশ করা হবে। একইদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটারদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে। ২২ জানুয়ারি অভিযোগগুলো তদন্ত করবে নির্বাচনি প্যানেল। আর ২৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২৪ জানুয়ারি প্রধান রিটার্নিং কর্মকর্তা কিংবা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীদেরকে মনোনয়নপত্র দাখিল করতে হবে। একইদিন প্রার্থীদের নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। ২৫ জানুয়ারি প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ পাবে জনগণ। জানুয়ারির ২৭ তারিখ অভিযোগগুলো তদন্ত করা হবে। আর ২৮ জানুয়ারি হালনাগাদকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।