দ্য গার্ডিয়ান

আস্থা ভোটে হেরে গেলেন বোল্টন, ইউকেআইপি-তে বিশৃঙ্খলা

নেতৃত্বের প্রশ্নে তুমুল বিশৃঙ্খলার মুখে পড়েছে যুক্তরাজ্যের ডানপন্থী দল ইউকেআইপি। দলীয় নেতা হেনরি বোল্টন দলের জাতীয় নির্বাহী কমিটির আস্থা ভোটে হেরে যাওয়ার পর এ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ানের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, দলের তরুণ কর্মী জো মারনির সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে গত বছরের সেপ্টেম্বর থেকে তুমুল চাপে রয়েছেন ইউকেআইপি নেতা বোল্টন। জো মারনির বর্ণবাদী মন্তব্যকে ঘিরে এ চাপ তৈরি হয়। রবিবার বোল্টনের নেতৃত্ব প্রশ্নে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডাকে নির্বাহী কমিটি। বোল্টনের নেতৃত্বের নিয়ে অনাস্থা ভোটের সিদ্ধান্ত হয়। উপস্থিত সবাই তাতে সমর্থন দেয়। তবে হেনরি বোল্টন ইঙ্গিত দিয়েছেন তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন না।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বোল্টন যদি থেকে যান তবে তাকে সরে দাঁড়াতে বাধ্য করার জন্য দলীয় সদস্যদের জরুরি বৈঠক ডাকতে হবে।