হিন্দুস্তান টাইমস

এএপি'র ২০ বিধায়ককে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত বহাল

দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (এএপি) ২০ বিধায়ককে অযোগ্য ঘোষণায় নির্বাচন কমিশনের করা সুপারিশটি রবিবার (২১ জানুয়ারি) অনুমোদন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

দ্য হিন্দুস্তান টাইমসের প্রথম পাতা
নিয়মবিধি ভেঙে লাভজনক পদে থাকায় নির্বাচনের কমিশনের প্রস্তাবমতো রবিবার ওই ২০ বিধায়কের সদস্যপদ খারিজ করার সম্মতি দেন রাষ্ট্রপতি। সই করেন কমিশনের ওই সুপারিশে। কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের মতামতের মাপকাঠিতে দিল্লি বিধানসভার ২০ সদস্যের পদ খারিজ করা হয়েছে। 

বিদ্যমান নিয়ম অনুযায়ী,জনপ্রতিনিধিরা এমন কোনও সরকারি পদে থাকতে পারবেন না,যাতে নানা সুযোগসুবিধা বা ক্ষমতা মেলে;যদি না সেই পদকে লাভজনক পদের আওতার বাইরে রাখতে আইন পাস হয়। আম আদমি পার্টির ওই বিধায়করা সংসদীয় সচিব পদে নিযুক্ত হয়েছিলেন। এই নিয়োগের ফলে তারা লাভজনক পদ পেয়েছেন দাবি করে একটি পিটিশন হয়। সেই আবেদনে সাড়া দিয়ে নির্বাচন কমিশন গত শুক্রবারই রাষ্ট্রপতির কাছে দিল্লির শাসক দলের ২০ বিধায়কের সদস্যপদ বাতিলে সম্মতি দিতে সুপারিশ করা হয়।