আনাদোলু পোস্ট

সোচি আলোচনার অর্জন নিয়ে পুতিন-এরদোয়ান ফোনালাপ

সিরিয়া ইস্যুতে সোচিতে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠক নিয়ে বুধবার (৩১ জানুয়ারি) টেলিফোনে কথা বলেছেন তুর্কি ও রুশ প্রেসিডেন্ট। সিরিয়ায় তুরস্কের নেতৃত্বাধীন অভিযান 'অলিভ ব্রাঞ্চ'সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্ট
প্রতিবেদনে বলা হয়, বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি সোচিতে অনুষ্ঠিত সিরিয়ান ন্যাশনাল ডায়ালগ কংগ্রেস-এর ‘গুরুত্বপূর্ণ অর্জন’গুলো নিয়ে আলোচনা করেন। একটি সাংবিধানিক কমিটি গঠনের সিদ্ধান্তটিকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন’ বলে উল্লেখ করেন তারা।

বৈঠকটি আস্তানা ও জেনেভা প্রক্রিয়া এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে জোরালো করেছে বলেও একমত হন এই দুই নেতা।