দ্য টাইমস অব ইন্ডিয়া

গোপন নথি ফাঁসের অভিযোগে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা আটক

গোপনীয় তথ্য ও নথি ফাঁসের অভিযোগে ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর গুপ্তচরবিরোধী শাখা সদর দফতর থেকে ওই গ্রুপ ক্যাপ্টেনকে আটক করে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আটককৃত ওই কমকর্তা হোয়াটসঅ্যাপে এক নারীকে নানা গুরুত্বপূর্ণ নথিপত্র পাঠাতেন বলে সন্দেহ করা হচ্ছে। পাকিস্তান থেকে পরিচালিত কোনও বড় চক্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র জানিয়েছে, ওই কর্মকর্তা বিনা অনুমতিতে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে ‘সুনির্দিষ্ট অবাঞ্ছিত কাজকর্ম’ করছিলেন, যা নীতিবিরুদ্ধ আচরণ। যে নারীকে ওই কর্মকর্তা নথি পাঠাতেন তার পরিচয় জানা যায়নি এখনও।
তদন্তের স্বার্থে ওই কর্মকর্তার পরিচয়ও গোপন রাখা হয়েছে।