দ্য স্টার

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে জলাতঙ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

মালয়েশিয়ায় সারাওয়াক প্রদেশে আবারও জলাতঙ্কের প্রকোপ দেখা দেওয়ায় এর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সারাওয়াকের সব কুকুরকে জলাতঙ্কবিরোধী টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এ কথা জানান। রবিবার (৪ ফেব্রুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার।

দ্য স্টারের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, সারাওয়াক প্রদেশে ১২টি ডিভিশন রয়েছে। এর মধ্যে সেরিয়ান, শ্রী আমান, কুচিং, সামারাহান এবং সারিকেই ডিভিশনের ২৯টি এলাকাকে জলাতঙ্ক আক্রান্ত ঘোষণা করা হয়েছে। শনিবার সারাওয়াক প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী দাতুক আমার দোগলাস উগগাহ বলেন, ‘আমরা আক্রান্ত এবং আক্রান্ত নয় এমন সব এলাকার সব কুকুরকে টীকা দেওয়ার নির্দেশ দিয়েছি।’

গত বছরের শেষে সারিকে ডিভিশনের জুলাউ এলাকায় একটি কুকুরের নমুনা পরীক্ষায় জলাতঙ্কের আলামত পাওয়ার পর আক্রান্ত না হওয়া এলাকাতেও টীকা কর্মসূচির প্রয়োজন জোরালো হয়ে ওঠে। শনিবার এমজেসি বাতু কাওয়া এলাকায় একটি টীকাদান কর্মসূচিতে যোগ দিয়ে সারাওয়াক প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জলাতঙ্কের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা এখন জলাতঙ্কের বিরুদ্ধে আরেকটি ধাপের যুদ্ধে নামতে যাচ্ছি। এতোদিন আমরা আক্রান্ত এলাকাগুলোতে রোগটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। আমাদের প্রার্থনা এ সংক্রমণ এখানেই থেমে যাবে। সেকারণে সারাওয়াকের সবগুলো কুকুরকে টীকা দেওয়া প্রয়োজন।’      

টীকা দিতে প্রতিটি কুকুর বাবদ খরচ হচ্ছে দুই থেকে পাঁচ মালয়েশীয় রিঙ্গিত। টীকাপ্রাপ্ত কুকুরদের জন্য মালিকদেরকে সনদ দেওয়া হচ্ছে।