গালফ টাইমস

কাতারের অবরোধ অবসানে তৎপর হতে থেরেসাকে ব্রিটিশ এমপিদের পিটিশন

কাতারের ওপর আরব দেশগুলো আরোপিত অবরোধ প্রত্যাহারে তৎপরতা চালাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন ১৫ জন ব্রিটিশ এমপি। শনিবার (৩ ফেব্রুয়ারি) করা ওই পিটিশনে দেশগুলোকে অবরোধ প্রত্যাহারে উদ্বুদ্ধ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়। রবিবার (৪ ফেব্রুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমস
গত বছরের ২৭-২৯ সেপ্টেম্বর ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দল দোহা সফর করেন। ওই প্রতিনিধি দলের সদস্যরাই বৃহস্পতিবার পিটিশনটি করেছেন। পিটিশনে অবরোধ প্রত্যাহারের পাশাপাশি সংকট নিরসনে কুয়েতের মধ্যস্থতায় সাড়া দেওয়ার জন্যও অনুরোধ জানানো হয়।এলবার পার্টির সদস্য গ্রাহাম মরিসের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দলে হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের এমপিরা আছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। কাতারের ওপর অবরোধও আরোপ করে তারা।