দ্য হিমালয়ান টাইমস

নেপালে নবগঠিত চারটি প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু

নেপালে নবগঠিত চারটি প্রাদেশিক পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) জানাকপুর, বুটওয়াল, বীরেন্দ্রনগর ও ধানগাদি এলাকায় যথাক্রমে ২,৫,৬ ও ৭ নম্বর প্রাদেশিক পরিষদের সভা হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

হিমালয়ান টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, ২ নম্বর প্রাদেশিক পরিষদের সবা শুরু হয় রাষ্ট্রীয় জনতা পার্টি-নেপাল দলের এমপি মানিশ সুমনের একটি দাবির মধ্য দিয়ে। তিনি দাবি জানান, মাধেস উত্তেজনাকালীন নিহত ব্যক্তিদের ছবি পরিষদের হলে রাখতে হবে। ১২ ফেব্রুয়ারি পরিষদের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। আর ১৪ ফেব্রুয়ারি স্পিকার নির্বাচিত করা হবে।

৫ নম্বর প্রাদেশিক পরিষদের বৈঠকটি বুটওয়ালে অনুষ্ঠিত হয়েছে। এ পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে ১৪ ফেব্রুয়ারি ১৪ ফেব্রুয়ারি স্পিকার নির্বাচনের ব্যাপারে সম্মত হয়েছেন। ৬ নম্বর প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রদেশের সমৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার করেছেন। ৭ নম্বর প্রাদেশিক পরিষদের সভা শুরু হয় দুপুর দেড়টার দিকে। বৈঠকে ৫৩ পরিষদ সদস্যের সবাই উপস্থিত ছিলেন।