দ্য নিউ ইয়র্ক টাইমস

পুরনো মিত্রদের নিয়ে জোট সরকার গড়ছেন ম্যার্কেল

চার মাসেরও বেশি সময় ধরে আলাপ-আলোচনার পর জার্মানিতে জোট সরকার গঠনে ঐক্যমত্য হয়েছে। নিজের পুরনো রক্ষণশীল মিত্র এবং বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটদের সঙ্গে জোট সরকার গঠনে একমত হয়েছেন বর্তমান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

06জোট সরকার গঠনের বিষয়ে বুধবার সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী চতুর্থ দফায় জার্মান চ্যান্সেলরের দায়িত্ব নেবেন আঙ্গেলা ম্যার্কেল। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা মার্টিন শ্যুলজ।

২০১৭ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ম্যার্কেলের দল সিডিইউ বিজয়ী হলেও সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় দলটি। দীর্ঘ আলাপ-আলোচনা শেষে জোট সরকার গঠনে একমত হন এসপিডি নেতা মার্টিন শ্যুলজ।