ডন

পাকিস্তানের চার প্রদেশে সিনেট নির্বাচনের মনোনয়ন চাইছেন ১৪০ প্রার্থী

পাকিস্তান সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১৪০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ প্রদেশের ৫২ টি আসনের বিপরীতে ওই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ পোষণ করেছেন। নির্বাচনের এই খবরটিকে শুক্রবারের শীর্ষ সংবাদ হিসেবে তালিকাভূক্ত রেখেছে ডন।
noname

ডন-এর খবরে বলা হয়েছে, দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে পাঞ্জাবের ২১ আসনের বিপরীতে ৩৪ জন, সিন্ধের ২৩ আসনের বিপরীতে ৪৭ জন, বেলুচিস্তানের ১৫ আসনের বিপরীতে ২৮ জন এবং খাইবার পাখতুনে ২০ আসনের ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ৩ মার্চ পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই এবং ১৫ ফেব্রুয়ারি প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সিনেট নির্বাচন উপলক্ষে ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী মাস পর্যন্ত ইলেক্ট্ররাল রেজিস্ট্রেশন অফিসারের দফতর ছুটির দিনেও খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।