আনাদোলু পোস্ট

৪শ আইএস সদস্যকে মুক্ত করে দিয়েছে কুর্দি বাহিনী

সিরিয়ায় তুরস্কের বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দি বাহিনী ৪শ আইএস জঙ্গিকে মুক্ত করে দিয়েছে বলে দাবি করেছে তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি। দলটির মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট খবরটিকে শনিবার (১০ জানুয়ারি) তাদের প্রধান শিরোনাম করেছে।

Capture

একে পার্টির মুখপাত্র মাহির উনাল বলেন, ‘এটা নিশ্চিত সিরিয়ার রাক্কা, আফরিন ও দেইর ইজজোর থেকে ৪শ আইএস যোদ্ধাকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মুক্তির একমাত্র শর্ত হলো তুর্কি বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে।’

দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে মাহির বলেন, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী নুরেত্তিন কানিকলি তুরস্কের সাম্প্রতিক অভিযানের বিষয়ে দলে বৈঠকে সবাইকে অবহিত করেছেন। তিনি আরও বলেন, কুর্দি বাহিনীর এই পদক্ষেপ আইএসের বিরুদ্ধে তাদের অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে।

এর আগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছিলেন, কুর্দি যোদ্ধারা জানুয়ারি মাসের গোড়ার দিকে উত্তর সিরিয়ার ৪শ আইএস সদস্যকে ক্ষমা করে দিয়েছে।

এরপর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের দলের মুখপাত্রও একই দাবি করলেন।