ডন

সিনেট নির্বাচন নিয়ে পাকিস্তানের ক্ষমতাসীন দলে কোন্দল

আসন্ন সিনেট নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ –নওয়াজ (পিএমএল-এন) এর মধ্যে কোন্দল শুরু হয়েছে। ওই নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। আর অনেকেই অভিযোগ করেছেন দলের নেতারা প্রক্রিয়া শুরুর আগেই প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডন খবরটিকে রবিবার (১১ ফেব্রুয়ারি) তাদের প্রধান শিরোনাম করেছে।

Capture

খবরে বলা হয়, পিএমএল-এন দলের শীর্ষ নেতারা অন্য নেতাদের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে এক প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা যায়, দলের যেসব নেতা দলের মনোনয়নের জন্য আবেদন করেছেন তাদের বেশিরভাগই শীর্ষ নেতাদের ওপর চরম অখুশি।  

পিএমএল-এন আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সিনেট নির্বাচনে আগ্রহী প্রার্থীদের অফেরতযোগ্য ৫০ হাজার রুপি দিয়ে মনোনয়ন পাওয়ার আবেদন করতে বলেছে। এরই মধ্যে দলটি শুধু পাঞ্জাব থেকেই ১১০টির বেশি আবেদন পেয়েছে। দলটি পাঞ্জাবের ১২টি আসনে জয়ী হওয়ার আশা করছে।

এবার অতীতের মতো কোনও বাছাই কমিটি তৈরি করেনি দলটি। এমনকি প্রার্থীদের কোনও সাক্ষাৎকারও নেওয়া হয়নি। তবে কয়েকজন নেতা দাবি করেছেন, দলের প্রধান নেতা নওয়াজ শরীফ এক অনানুষ্ঠানিক বৈঠকে একটি সংসদীয় বোর্ড গঠন করেছেন। তারা বৈঠকও করেছে বলে দাবি করেছেন ওই নেতা। তবে ওই বোর্ডকে আবেদনকারীদের তালিকা সরবরাহ করা হয়নি।