দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রযুক্তি উন্নয়নের জন্য, ধ্বংসের জন্য নয়: মোদি

ক্ষেপণাস্ত্র ও বোমা তৈরিতে বড় ধরনের আন্তর্জাতিক বিনিয়োগের ব্যাপারে উদ্বেগ জানাতে গিয়ে প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মতে, প্রযুক্তি কেবল উন্নয়নের জন্য ব্যবহৃত হবে, ধ্বংসের জন্য নয়। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভাষণ দিতে গিয়ে মোদি এসব কথা বলেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতা
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ভাষণ দেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি আক্ষেপ করে বলেন, অনেক উন্নয়নের পরও দারিদ্র্য অপুষ্টিজনিত সমস্যা দূর করা যায়নি। অন্যদিকে ক্ষেপণাস্ত্র ও বোমা তৈরিতে অনেক অর্থ, সময় ও সম্পদ ব্যয় হচ্ছে। মোদি বলেন, ‘অবশ্যই প্রযুক্তির ব্যবহার উন্নতির জন্য হতে হবে ৷ ধ্বংসের জন্য নয় !’

কিছু লোক উন্নত প্রযুক্তির সুযোগ নিয়ে সাইবার স্পেসকে জঙ্গি কার্যক্রমের জন্য ব্যবহার করছে এবং নতুন জঙ্গি নিয়োগ দিচ্ছে বলেও অভিযোগ করেন মোদি। বিশ্বের মোট জনসংখ্যার ৯.৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা, গৃহায়ণ ও মানবিক বিপর্যয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ষষ্ঠ পর্বে ১৪০টি দেশের চার হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নেন। ওই সামিটে ভারতকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ব্যাপারে মোদি বলেন, ‘এটা কেবল আমার জন্যই গর্বের বিষয় নয়, ভারতের ১২৫ কোটি মানুষের জন্যও এটা গৌরবের যে আমাকে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছে।’