নিউ ইয়র্ক টাইমস

ওবামা ও মিশেলের পোট্রেট উন্মোচন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল পোট্রেট গ্যালারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার অফিসিয়্যাল পোট্রেট উন্মোচন করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ওবামা ও মিশেলকে দিয়েই পোট্রেটগুলো উন্মোচন করানো হয়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, কোনও প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তার এবং তার স্ত্রীর নতুন পোট্রেট যুক্ত করাটা ন্যাশনাল পোট্রেট গ্যালারির ঐতিহ্য। তবে ওবামা ও মিশেলকে তারা উপস্থাপন করেছেন ভিন্ন আঙ্গিকে। ফার্স্ট আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট ও তার স্ত্রীর পোট্রেট যারা তৈরি করেছেন তারাও আফ্রিকান আমেরিকান। ওবামার পোট্রেটটি করেছেন কেহিন্ডে উইলি আর মিশেলের পোট্রেট তৈরি করেছেন অ্যামি শেরাল্ড।

১৯৬২ সালে কংগ্রেসে একটি আইন পাসের মধ্য দিয়ে ন্যাশনাল পোট্রেট গ্যালারি প্রতিষ্ঠিত হয়। আর ১৯৬৮ সালে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।