গালফ টাইমস

দোহা থেকে ক্যানবেরায় কাতার এয়ারওয়েজের ফ্লাইট চলাচল শুরু

দোহা থেকে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রথমবারের মতো ফ্লাইট চলাচল শুরু করেছে কাতার এয়ারওয়েজ। সোমবার সকালে বিমানটি ক্যানবেরা বিমানবন্দরে পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, কাতার এয়ারওয়েজের  কিউ আর ৯০৬ ফ্লাইটটি ১১ ফেব্রুয়ারি রবিবার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে। পরদিন সোমবার সকাল ৮:৩৫ মিনিটের দিকে বিমানটি ক্যানবেরা বিমানবন্দরে পৌঁছায়। কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রধান নির্বাহী আকবর আল বাকেরের সঙ্গে যোগ দেন কাতারে নিয়োজিত অস্ট্রেলীয় রাষ্ট্রদূত এক্সেল ওয়াবেনহর্স্ট।

একটি বোয়িং বি৭৭৭ বিমানে করে ক্যানবেরায় নিয়মিত ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ। এর বিজনেস ক্লাসে রয়েছে ৪২টি সিট এবং ইকোনমি ক্লাসে ৩১৬টি সিট রয়েছে।