আনাদোলু পোস্ট

সন্ত্রাসীদের বিরুদ্ধে একসাথে লড়াইয়ের ঘোষণা যুক্তরাষ্ট্র ও তুরস্কের

সিরিয়ার আফরিন এলাকায় মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী ওয়াইপিজি’র বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কথা আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলূ। পরে এক যৌথ বিবৃতিতে, সিরিয়ায় আইএস, কুর্দি বাহিনী ও আল কায়েদাসহ অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন তারা। শনিবার খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট খবরটিকে তাদের প্রধান শিরোনাম করেছে।

Capture

খবরে বলা হয়, আফরিনে চলমান অভিযান নিয়ে যখন দুই ন্যাটো সদস্যের মধ্যে উত্তেজনা বিরাজমান অবস্থাতেই এ বৈঠক হলো। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট ভবন  থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দু দেশের মধ্যে সৃষ্ট অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে আলোচনা করেন। সূত্রটি জানায়, তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার এ বৈঠক।

ওই সূত্র জানায়, বৈঠকে টিলারসনকে এরদোয়ান সিরিয়ায় তার মূল উদ্দেশ্য ও অগ্রাধিকারের কথা তুলে ধরেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন,  এরদোয়ান ও টিলারসনের বৈঠক ‘ফলপ্রসূ ও খোলামেলা’ ছিল।

১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার সিরিয়া সীমান্তবর্তী আফরিন ছিটমহলে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা শুরু করে তুরস্ক। দেশটি বলছে, তারা শহরটিকে সন্ত্রাসীদের করিডোর হিসেবে ব্যবহৃত হতে দেবে না। আর তা নিশ্চিত করতেই হামলা চালানো হয়েছে। এর আগে সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী এলাকায় কুর্দি বিদ্রোহীদের নিয়ে শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলার পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, কুর্দি সমর্থিত এসডিএফের ৩০ হাজার সদস্য নিয়ে ওই বাহিনী গঠন করা হবে।