ডন

দলের নেতৃত্ব সংকট নিয়ে নওয়াজ-শাহবাজ বৈঠক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও তার ছোট ভাই শাহবাজ শরিফ। মূলত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দলের পরবর্তী নেতৃত্ব নিয়েই তারা এই বৈঠক করেছেন। সোমবার খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

Dawnসুপ্রিম কোর্টের নির্দেশে দেশের প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি দলের প্রধানের পদও হারিয়েছেন নওয়াজ। এ নিয়ে মুসলিম লিগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্ধারিত বৈঠকের কয়েক দিন আগে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন শরিফ ভাইয়েরা। তবে বৈঠক সম্পর্কে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, তারা দুজন মূলত দলের নতুন সভাপতি বাছাই, সিনেট নির্বাচনে জেতার জন্য কৌশল নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার লাহোরে বৈঠকে বসবে। সেদিন তারা ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়ন দেওয়ার প্রাথমিক উদ্যোগ নেবেন। দলের গঠনতন্ত্র অনুসারে, নওয়াজ শরীফের অযোগ্যতা ঘোষণার ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নির্বাচন না করা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করতে হবে।