দ্য নিউ ইয়র্ক টাইমস

খুনিকে থামাতে ঝাঁপিয়ে পড়তেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়তেন তিনি। তার কাছে অস্ত্র না থাকলেও এমনটা করতেন। সোমবার হোয়াইট হাউসে যুক্তরাজ্যের কাউন্টিগুলোর গর্ভনরদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প।

3.21

তিনি বলেন, ‘পরিস্থিতি না আসা পর্যন্ত তো আপনি কিছু বলতে পারবেন না। তবে আমার কাছে অস্ত্র না থাকলেও আমি ঝাঁপিয়ে পড়তাম।’

হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন ট্রাম্প। সেখানেই উঠে আসে এই প্রসঙ্গ। পার্কল্যান্ডে গোলাগুলির সময় কি ব্যবস্থা নিলে ভালো হতো সেই বিষয়ে কথা বলতে থাকেন প্রেসিডেন্ট। শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেওয়া, মানসিক স্বাস্থ্যকেন্দ্র খোলার মতো পরামর্শ দিতে থাকেন ট্রাম্প। তিনি বলেন, আগে হামলা করতে পারে এমন আশঙ্কায় কাউকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রাখা সম্ভব ছিল।

অস্ত্র কেনার ক্ষেত্রে বয়সের সীমা ১৮ থেকে ২১ করার ব্যাপারে কিছু বলেননি। গত সপ্তাহে এমন ঘোষণার আভাস দিয়েছিলেন তিনি।