দ্য নিউ ইয়র্ক টাইমস

শীর্ষ গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অনুমতি হারালেন কুশনার

যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা প্রতিবেদন ‘প্রেসিডেন্টস ডেইলি ব্রিফ’ পাওয়ার অনুমতি হারিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনার। ৩৭ বছরের কুশনার হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের ব্যাপারে আরও কঠোর হয় মার্কিন প্রেসিডেন্টের দফতর। এর ধাক্কায় ‘প্রেসিডেন্টস ডেইলি ব্রিফ’ পাওয়ার অনুমতি হারান কুশনার। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।Iran Base in Syria
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত অন্য একটি সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে। ফের কবে নাগাদ কুশনার শীর্ষ গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অনুমতি পেতে পারেন; সে বিষয়ে এখনও পর্যন্ত পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জ্যারেড কুশনারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মঙ্গলবার বিকালে এক অনুষ্ঠানে সাংবাদিকরা এ ব্যাপারে ট্রাম্পের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্সও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে জ্যারেড কুশনারের আইনজীবী আবে লোয়েল এক বিবৃতিতে বলেছেন, বিষয়টি নিয়ে দেরি হচ্ছে। তবে কুশনারের ব্যাপারে হোয়াইট হাউসে কোনও উদ্বেগ উত্থাপিত হয়নি।

দৃশ্যত পূর্ণাঙ্গ নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় শীর্ষ গোয়েন্দা ব্রিফিং পাওয়ার অনুমতি হারালেন কুশনার। বছরখানেক ধরে অস্থায়ী নিরাপত্তা ছাড়পত্র নিয়ে কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এ ব্রিফিং থেকে ছিটকে পড়লেন ট্রাম্প জামাতা।