ডেইলি সাবাহ

জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়াবে তুরস্ক ও আলজেরিয়া

জ্বালানি খাতে অংশীদারিত্ব বাড়াতে একমত হয়েছে তুরস্ক ও আলজেরিয়া। মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের আলজেরিয়া সফরকালে দুই দেশের মধ্যে এ ঐকমত্য হয়। জ্বালানি খাতে অংশীদারিত্বের অংশ হিসেবে পেট্রোকেমিক্যাল সেক্টরে তুরস্কের দুইটি জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ব জ্বালানি প্রতিষ্ঠান। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

Daily Sabahতুর্কি-আলজেরিয়া বিজনেস ফোরামের বৈঠকে অংশ নিয়ে জ্বালানি খাতে দুই দেশের এ অংশীদারিত্বের ঘোষণা দেন এরদোয়ান।

যৌথ বিনিয়োগে সম্মত হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে আলজেরিয়ার সোনাটরেস এবং তুরস্কের রোনেসান্স ও বায়েয়ান। তুরস্কের ভূমধ্যসাগর তীরবর্তী প্রদেশ আদানায় এ বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, যৌথ বিনিয়োগের এ কারখানা থেকে বছরে সাড়ে চার লাখ পলিফ্রোপলিইন উৎপাদন সম্ভব হবে। আর এর কাঁচামালের যোগান দেবে আলজেরিয়া।