আনাদোলু পোস্ট

জঙ্গি নির্মূল না হওয়া পর্যন্ত আফরিনে অভিযান চলবে: তুর্কি প্রধানমন্ত্রী

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা আফরিনে জঙ্গি সংগঠনগুলোর অস্তিত্ব নির্মূল না হওয়া পর্যন্ত তুরস্কের অলিভ ব্রাঞ্চ অভিযান চলবে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। শুক্রবার (২ মার্চ) ইস্তানবুলের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। শনিবার (৩ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতা
আফরিন থেকে ওয়াইপিজি/পিকেকে-আইএস সদস্যদের হটাতে গত ২০ জানুয়ারি থেকে অপারেশন অলিভ ব্রাঞ্চ শুরু করে তুরস্ক। শুক্রবার বিনালি ইলদিরিম জানান, সন্ত্রাসীরা নির্মূর না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। ইলদিরিম বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং আমাদের ন্যায্য অধিকারের ওপর ভিত্তি করে এ অভিযান চালানো হচ্ছে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তা চলতে থাকবে। কখন এ অভিযান শেষ হবে তা নিয়ে দিন-ক্ষণ নির্দিষ্ট করে বলা প্রশ্নাতীত।’   

শুধু আফরিনেই এ অভিযান সীমিত থাকবে না বলেও পুনচ্চারিত করেন ইলদিরিম। তিনি বলেন, ‘যেখানেই সন্ত্রাসবাদের অস্তিত্ব থাকবে, সেটিই আমাদের লক্ষ্যবস্তু হবে।’

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে রাশিয়া। আসাদ সরকারের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে ইরান সমর্থিত মিলিশিয়ারাও। আর কুর্দি অধ্যুষিত আফরিনে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক। আঙ্কারা বলছে, তারা শহরটিকে সন্ত্রাসীদের করিডোর হিসেবে ব্যবহৃত হতে দেবে না। আর তা নিশ্চিত করতেই হামলা চালানো হয়েছে।