গালফ টাইমস

গ্যাস সরবরাহে নির্ভরযোগ্য উৎস হয়ে থাকবে কাতার: জিইসিএফ মহাসচিব

কাতার ও জিইসিএফ (গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম) এর অন্য সদস্যরা বিশ্ব বাজারে গ্যাস সরবরাহের ‘সবচেয়ে নির্ভরযোগ্য উৎস’ হিসেবেই বিদ্যমান থাকবে বলে আশা প্রকাশ করেছেন ফোরামের নতুন মহাসচিব ইয়ুরি সেন্তুরিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। রবিবার (৪ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
জিইসিএফ-এর মহাসচিব ইয়ুরি সেন্তুরিন বলেন, ‘মধ্যবর্তী পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি, গ্যাস রফতানির ক্ষেত্রে কাতার, রাশিয়া ও ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখবে। বিশেষ করে আপস্ট্রিমের উন্নয়ন করে এবং গ্যাস অবকাঠামোগত বিনিয়োগ বাড়িয়ে এ দেশগুলো গ্যাস রফতানিতে নিজেদের প্রচণ্ডরকমের সম্ভাবনার দুয়ার খোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে জিইসিএফ এর সদস্য দেশগুলো তাদের প্রাকৃতিক গ্যাস সম্পদের উন্নতি সাধন করে যাবে বলে আশা প্রকাশ করেন সেন্তুরিন।