দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানে সিনেট নির্বাচন: পিএমএলএন’র ঝুলিতে সিংহ ভাগ ভোট

পাকিস্তান পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের অর্ধেক আসনের নির্বাচনে ১৫টি আসনে জয় পেয়ে এগিয়ে আছে ক্ষমতাসীন দল পিএমএল-এন। জাতীয় পরিষদের দ্বিতীয় বৃহত্তর দল পাকিস্তান পিপল পার্টি (পিপিপি) পেয়েছে ১২টি আসন। রবিবার (৪ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন
পাকিস্তানের সংসদের উচ্চকক্ষকে সিনেট নামে ডাকা হয়। এতে মোট ১০৪ জন আইন প্রণেতা থাকেন। প্রত্যেকেই পদত্যাগ, অযোগ্য ঘোষিত বা বিশেষ পরিস্থিতি সৃষ্টি না হলে ছয় বছর মেয়াদে দায়িত্ব পালন করেন। তবে এসব সিনেট সদস্যরা সবাই একবারে নির্বাচিত হন না। অর্ধেক নির্বাচিত হন এক সময়ে আর বাকি অর্ধেক তিন বছর পরে নির্বাচিত হন। ২০১২ সালে নির্বাচিত হওয়া ৫২ সিনেটরের মেয়াদ শেষ হওয়ায় এই বছরে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ২০১৫ সালে নির্বাচিত বাকি ৫২ জন সিনেটর আগামী ২০২১ সালে তাদের মেয়াদ শেষ করবেন।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)  পেয়েছে ১৫টি আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১২টি আসন। ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পেয়েছে ছয়টি আসন। জমিয়তে উলামায়ে ইসলাম-এফ পেয়েছে দুইটি আসন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট পেয়েছে দুইটি আসন। ১০টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।