আনাদোলু পোস্ট

আফরিনে পিকেকে যোদ্ধাদের স্থানান্তর বন্ধে যুক্তরাষ্ট্রকে তুরস্কের আহ্বান

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তার দেশ আশা করে সিরিয়ার মানবিজ শহর থেকে আফরিনে ওয়াইপিজি/পিকেকে সদস্যদের স্থানান্তরিত হওয়ার সুযোগ দেবে না যুক্তরাষ্ট্র। বুধবার (৭ মার্চ) আঙ্কারায় প্রেসিডেন্সিয়্যাল কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রকে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৮ মার্চ) খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতা
গত ২০ জানুয়ারি থেকে আফরিন শহরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা। আফরিন থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ইউফ্রেটিস নদীর কাছে মানবিজ শহরের অবস্থান। তুরস্কের দাবি, ওয়াইপিজি/পিকেকে যোদ্ধারা মানবিজ থেকে আফরিনে স্থানান্তরিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্র তাদেরকে অস্ত্র সরবরাহ করছে।

বুধবার সংবাদ সম্মেলনে কালিন বলেন, ‘কুর্দি গেরিলারা যাতে মানবিজ শহরে যেতে না পারে সেজন্য তুর্কি কর্তৃপক্ষ  প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং তা অব্যাহত থাকবে। আমরা প্রত্যাশা করি, যুক্তরাষ্ট্র অবশ্যই ওয়াইপি/পিকেকে সেনাদের আফরিনে স্থানান্তর বন্ধ করবে, যা তাদের নিয়ন্ত্রণে আছে।’