দ্য হিমালয়ান টাইমস

কৃষ্ণ বাহাদুর মাহারা নেপালের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত

নেপালের জ্যেষ্ঠ সিপিএন-এমসি নেতা এবং এমপি কৃষ্ণ বাহাদুর মাহারা দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষ (প্রতিনিধি পরিষদের) স্পিকার নির্বাচিত হয়েছেন। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় শুক্রবার (৯ মার্চ) বিনা বিরোধিতায় নির্বাচিত হন তিনি।  শনিবার (১০ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

দ্য হিমালয়ান টাইমসের প্রথম পাতা
পার্লামেন্ট সচিব কেশব রাজ আরিয়ালের উপ মুখপাত্র জানান, শনিবার দুপুরে প্রতিনিধি পরিষদের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় কৃষ্ণ বাহাদুর মাহারার স্পিকার নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

মাওবাদী অধ্যুষিত রলপা জেলায় জন্মগ্রহণকারী কৃষ্ণ বাহাদুর মাহারা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দাং-২ আসন থেকে জয়লাভ করেছেন। ২০০৮ ও ২০১৩ সালে অনুষ্ঠিত গণপরিষদ নির্বাচনেও বিজয় অর্জন করেছিলেন মাহারা। ঝালানাথ খানালের নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ২০১৬ সালে গঠিত দাহাল সরকারের উপ প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন এ সিপিএন-এমসি নেতা।