দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কংগ্রেসকে মুসলিম দল হিসেবে উপস্থাপন করেছে বিজেপি: সোনিয়া

ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন বিজেপি নিজেদের ভোট বাড়াতে কংগ্রেসকে ‘মুসলিম দল’ হিসেবে উপস্থাপন করেছে। তার দাবি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মন্দির পরিদর্শনকে ‘মুসলিম দলের’ ধারণা ঢাকার প্রচেষ্টা হিসেবেও উপস্থাপন করেছে বিজেপি। শুক্রবার (৯ মার্চ মুম্বাইয়ে ইন্ডিয়া টুডে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সোনিয়া গান্ধী। শনিবার (১০ মার্চ) এ খবরটিকে প্রথম পাতার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রথম পাতা
মুম্বাইয়ের ওই অনুষ্ঠানে সোনিয়া বিজেপি ও মোদিকে আক্রমণ করে কথা বলেন। তিনি বলেন, ‘বিজেপি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে, একে আমি মগজধোলই বলব না, কারণ সেটা রূঢ় শব্দ হয়ে যায়; তবে বিজেপি লোকজনকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে কংগ্রেস পার্টি একটি মুসলিম দল। আমার দলের বেশিরভাগ সদস্যই হিন্দু। হ্যাঁ এখানে মুসলিমরাও আছেন। তাই আমাদেরকে মুসলিম দল হিসেবে উপস্থাপনের কারণটা আমি বুঝতে পারিনি।’  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে পূর্বসূরী অটল বিহারী বাজপেয়ীকে টেনে আনেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ‘শাইনিং ইন্ডিয়া’-র ফলে বাজপেয়ীর যে অবস্থা হয়েছিল, ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতির ফলে মোদিরও সেই অবস্থাই হবে বলে মনে করেন তিনি।

সোনিয়া বলেন, ‘বিজেপি-র প্রধান সমস্যা হল ওরা অনেক বড় বড় প্রতিশ্রুতি দেয়। কিন্তু কোন প্রতিশ্রুতি পালন করেছে? ওরা মানুষকে চাকরি, ১৫ লাখ টাকা করে দেওয়ার ইতিবাচক ছবি ফেরি করেছিল। সেক্ষেত্রে ওরা চরম হতাশ করেছে। ইন্ডিয়া শাইনিং যেমন আমাদের ক্ষমতায় এনেছিল, আচ্ছে দিনও সেরকমই হবে বলে আমার আশা।’

আগামী বছরের লোকসভা নির্বাচন প্রসঙ্গে সোনিয়া বলেছেন, ‘আমরাই ফিরছি। আমরা ওদের (এনডিএ) ফিরতে দেব না। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দু’দফায় পাঁচ বছর করে ক্ষমতায় ছিল ইউপিএ। তাই সেবার প্রতিষ্ঠান-বিরোধিতা ছিল। মানুষ নতুন কাউকে চাইছিলেন। তাছাড়া অন্যান্য বিষয়ও ছিল। মোদী ও তাঁর দল যেভাবে নির্বাচনে লড়াই করেছিল, তার সঙ্গে আমরা পাল্লা দিতে পারিনি। বিজেপি-কে সব বিষয়ে টেক্কা দেওয়া আমাদের কাছে চ্যালেঞ্জের। আমি নিশ্চিত, সেটা আমরা করতে পারব।’