দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ছত্তিশগড়ে নকশাল হামলার আগেই সতর্ক করা হয়েছিল, ব্যবস্থা নেয়নি কেউ

ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৯ জন নিহত হওয়ার দুইদিন পর জানা গেল এই হামলা নিয়ে বারবার সতর্ক করেছিল গোয়েন্দা সংস্থাগুলো। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পারে, সেখানে মাওবাদীদের উপস্থিতি ও হামলার পরিকল্পনা বিষয়ে আগেই অবহিত করেছিল গোয়েন্দা সদস্যরা।

 indian express

স্টেট ইন্টিলিজেন্স ব্যুরো (এসআইবি) থেকে পাঠানো এক চিঠিতে নির্দিষ্ট করে অনেক কথা বলা হয়। সেখানে বাস্তার জেলায় গাড়ি ব্যবহার থেকে বিরত থাকার কথা জানায়। তারা জানায়, বার্ষিক ট্যাকটিকাল কাউন্টার অফেনসিভ ক্যাম্পেইনে হামলা চালাতে পারে মাওবাদীরা।

 

১৮ ফেব্রুয়ারি সিনিয়র সিআরপিএফ এবং পুলিশকে লেখা এক চিঠিতে এসআইব বিশেষ মহাপরিচালক ও নকশাল বিরোধী অভিযানের প্রধান ডিএম আওয়াস্তি বলেছিলেন,  কিছুদিনের মধ্যেই সিপিআই মাওবাদী ক্যাডাররা জড়ো হবেন। পালোদি ক্যাম্পে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’