হিন্দুস্তান টাইমস

মিথ্যা প্রতিশ্রুতি আর বিভক্তির রাজনীতি করেন মোদি: সোনিয়া

নরেন্দ্র মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে কথা বললেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। শনিবার কংগ্রেসের ৮৪-তম প্লেনারি অধিবেশনে দেওয়া বক্তব্যে সোনিয়া বলেন, মোদি মিথ্যা প্রতিশ্রুতি দেন আর বিভক্তির রাজনীতি করেন। রবিবার (১৮ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রথম পাতা
শনিবার থেকে দিল্লিতে শুরু হয়ে কংগ্রেসের দু’দিনের প্লেনারি অধিবেশন৷ আগমী নির্বাচনের আগে দলের নীতি ও রাজনৈতিক দিশা স্থির করে কোন পথে চলবে কংগ্রেস, তা নির্ধারণের লক্ষ্যে এই অধিবেশন আয়োজন করা হয়৷ এদিন বিজেপি সরকার ও মোদির প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেন সোনিয়া৷ অধিবেশনে দলের কর্মীদের চাঙ্গা করতে সোনিয়া বলেন, ‘দেশে এখন ক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে৷ সরকার স্বেচ্ছাচারিতা করছে৷ উন্নয়নের নামে নাটক করছে মোদি সরকার৷ শুরুতে নরেন্দ্র মোদি বলেছিলেন দেশে সকলকে নিয়ে সকলের জন্য উন্নয়ন হবে। কিন্তু, সেই প্রতিশ্রুতির এক শতাংশও বাস্তবে প্রতিফলিত হয়নি৷ উল্টো গত ৪ বছরে একের পর এক দুর্নীতি সামনে উঠে এসেছে বর্তমান সরকার৷’

বিজেপিমুক্ত ভারত গড়ার ডাক দেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, ‘‌বিজেপি দেশে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে। দেশকে তা থেকে বাঁচাতে এখনই কংগ্রেসের হাত ধরে আমাদের জোটবদ্ধ হতে হবে।’

প্লেনারি অধিবেশন থেকে বৈদ্যুতিক ভোটযন্ত্র ছেড়ে পুরানো ব্যালট পত্রেই ভোট নেবার দাবি তোলা হয়েছে। কংগ্রেস বলেছে, রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে ই ভি এম নিয়ে শঙ্কা কাজ করছে। জনগণের রায়ের বিপরীতে কূটকৌশল করে যন্ত্রে রায় বদলে যায় বলে আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পুরানো ব্যালট পত্রেই ফিরে যাওয়া উচিত নির্বাচন কমিশনের। অধিকাংশ বড় গণতান্ত্রিক দেশই এই পদ্ধতি অনুসরণ করে।