দ্য কাঠমান্ডু পোস্ট

জোট সরকারে যোগ দিতে নেপালের সংবিধান সংশোধনের শর্ত এসএসএফ-এন'র

সংবিধানে সংশোধনী আনার শর্তে নেপালের নতুন সরকারে যোগ দিতে সম্মতি জানিয়েছে সংঘীয় সমাজবাদী ফোরাম-নেপাল (এসএসএফ-এন)। রবিবার (১৮ মার্চ) দলটির কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সিদ্ধান্ত হয়, সংবিধান সংশোধন প্রশ্নে লিখিত চুক্তির পরই তারা সরকারের সঙ্গে যোগ দেবে। সোমবার (১৯ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

দ্য কাঠমান্ডু পোস্ট এর প্রথম পাতাপ্রতিবেদনে বলা হয়, শুরুতে এসএনএফ-এন এর সহ সভাপতি রাজেন্দ্র শ্রেষ্ঠ বরেছিলেন, ক্ষমতাসীন জোটের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য সব প্রস্তুতি নেওয়া আছে। কিন্তু হঠাৎ করে মাধেসভিত্তিক দলটি সংবিধান সংশোধনের প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে। শুক্রবার মন্ত্রিসভার সম্প্রসারণ করলেও এসএসএফ-এন এর সঙ্গে চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয় ইউএমএল-সিপিএন জোট।

এসএসএফ-এন এর মহাসচিব রানাধৌজ কানদাংওয়া বলেন, ‘খুব সম্ভবত এসএসএফ-এন সোমবার প্রধানমন্ত্রী অলিসহ ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে আলোচনা করবে।’