টাইমস অব ইন্ডিয়া

মোদি ও অমিত শাহকে রাহুলের আক্রমণ

দলের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মোদির নামের সঙ্গে দুর্নীতিবাজের নাম জড়িয়ে আছে এবং অমিত শাহ’র বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার (১৯ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। একে রাহুল গান্ধীর করা সবচেয়ে তীব্র ব্যক্তিগত আক্রমণ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতা
২০১৭ সালের ডিসেম্বরে মায়ের কাছ থেকে দলের সভাপতিত্বের দায়িত্ব পান রাহুল। এর পরে এটাই প্রথম কংগ্রেসের দুইদিনের প্লেনারি। দেশ-বিদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও রবিবার আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন প্রায় ১৫ হাজার কংগ্রেস প্রতিনিধি। মায়ের সঙ্গেই এদিন শোভাযাত্রা নিয়ে প্লেনারিতে আসেন রাহুল। প্লেনারিতে দেওয়া বক্তব্যে রাহুল বলেন, ‘নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর নামের মিল রয়েছে। ক্রিকেটে সবচেয়ে বড় কেলেঙ্কারিতে অভিযুক্ত যিনি, তার সঙ্গেও প্রধানমন্ত্রীর পদবী মেলে। আপনারাই ভেবে দেখুন, ‘মোদি’ মানে তা হলে কী?’

রাহুল আরও বলেন, ‘হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রে একটা যুদ্ধ হয়েছিল। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। কৌরবদের অর্থ ছিল, সংখ্যা ছিল, এবং তারা ছিল সংগঠিত। বিপরীতে পাণ্ডবদের ছিল ছোট সেনাদল ছিল, তাঁরা বেশি কথা বলতেন না। কিন্তু কৌরবদের লড়াই ছিল ক্ষমতার জন্য, পাণ্ডবদের লড়াই ছিল সত্যের জন্য। সেই প্রশ্নই প্রকাশ্যে এসেছে ফের। বিজেপি-আরএসএস এর লড়াই ক্ষমতার জন্য। কংগ্রেসের লড়াই সত্যের জন্য।’

কংগ্রেস সভাপতি অমিত শাহকে আক্রমণ করে বলেন, ‘খুনে অভিযুক্ত কোনও ব্যক্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসলে দেশের মানুষ মেনে নেবেন। কিন্তু কংগ্রেসের এমনটা হলে দেশবাসী তা মানবে না।’