আনাদোলু পোস্ট

মানবিজ থেকে কুর্দিদের সরে যাওয়া যথেষ্ট নয়

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কাভোসোগলু বলেছেন, সিরিয়াল মানবিজ থেকে পালিয়ে যাওয়া পিকেকে সন্ত্রাসীরা পার পাবে না। লেসোতো পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মানবিজ থেকে সরে গেলেই হবে না। আমরা এমন শহর আর তৈরি হতে দেবো না।’

 Capture

মানবিজে মার্কিন সেনাদের উপস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তি হয়নি তবে মানবিজের স্থিতিশীলতা নিশ্চিত নিয়ে তাদের মধ্যে ‘বোঝাপড়া’ রয়েছে।

তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি রোডম্যাপ করতে পারলে একটি চুক্তিতে আসতে পারি। আপাতত আমাদের বোঝাপড়া ভালো।’

১৬ ফেব্রুয়ারি আঙ্কারে সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সেসময় সিরিয়া ইস্যুতে দুই দেশে এক সমঝোতায় পৌঁছেছিল। টিলারসনকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মানবিজ থেকে সরে যেতে হবে পিককে গোষ্ঠীকে।

মঙ্গলবার টিলারসনের সঙ্গে কি নিয়ে কথা হয়েছিল জিজ্ঞাসা করল কাভুসোগলু বলেন এটা তাদের বিদায়ী কথাবার্তা ছিল তিরনি বলেন, ‘একটা সময় আমাদের দুই দেশের সম্পর্ক ভালো যাচ্ছিল। আমি ও টিলারসন একসঙ্গে কাজ করছিলাম। অনেক বিষয়ে মতপার্থক্য থাকলেও আমি তাকে শুভকামনা জানাই।’

১৩ মার্চ টিলারসনকে সরিয়ে সিআইএ প্রধান মাইক পম্পেওকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প