হিন্দুস্তান টাইমস

অমিত শাহের তোপের মুখে নাইডু

এনডিএ জোট ছেড়ে যাওয়া নিয়ে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে কটাক্ষ করেছেন বিজিপি সভাপতি অমিত শাহ। নাইডুকে লেখা এক চিঠিতে টিডিপির এনডিএ জোট ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে একতরফা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন তিনি। রবিবার (২৫ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রথম পাতা
অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় আগে থেকেই অসন্তোষ প্রকাশ করেছিল তেলেগু দশম পার্টি (টিডিপি)। এর প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে ৮ মার্চ টিডিপি-র দুই মন্ত্রী ইস্তফাও দেন। পরে দলের পক্ষ থেকে এনডিএ জোট ছাড়ার সর্বসন্মত সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে সমর্থন জানানোর কথাও বলে তেলুগু দেশম পার্টি। এনিয়ে চন্দ্রবাবু নাইডু বিধানসভায় বলেন, ‘যে দলই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করুক না কেন, প্রয়োজন হলে আমরা সেই প্রস্তাব সমর্থন করব।’

এ নিয়ে টানাপড়েনের মধ্যে চন্দ্রবাবু নাইডুকে চিঠি লিখেছেন অমিত শাহ। অমিত শাহর দাবি, ক্ষমতায় আসার পর প্রথম তিন বছরে রাজ্যের পিছিয়ে পড়া সাতটি জেলাকে ১,০৫০ কোটি টাকা সহায়তা দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু, আশ্চর্যজনকভাবে ওই টাকার মাত্র ১২ শতাংশ খরচ করতে পেরেছে রাজ্য। বাকি ৮৮ শতাংশ ব্যবহারই হয়নি। তাই রাজ্যের উন্নতি তাদের কাছে উদ্বেগের বিষয় ছিল না। বরং রাজনৈতিক উদ্দেশ্যেই এনডিএ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে টিডিপি।