গালফ টাইমস

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ কাতার ও রাশিয়ার

প্রতিরক্ষা, জ্বালানি, অর্থনীতি, বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার (২৬ মার্চ) মস্কোতে এক বৈঠকে এ নিয়ে আলোচনা করেন তারা। মঙ্গলবার (২৭ মার্চ) খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারের সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, সোমবার ক্রেমলিন প্যালেসে দুই দেশের নেতার মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রুশ প্রেসিডেন্ট কাতারের আমিরকে স্বাগত জানান। ২০১৬ সালে মস্কোতে কাতারের আমিরের সফরের পর দুই দেশের সম্পর্কে উন্নয়ন ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, ২০১৮ সালে কাতার ও রাশিয়ার সম্পর্কের ৩০ বছর পূর্ণ হয়েছে। দুই পক্ষই অবিরাম যোগাযোগ রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পুতিন বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ছে এবং তা আরও বাড়ার সুযোগ রয়েছে।

কাতারের আমিরও বলেন, গত দুই বছরে দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতার পরিমাণ এখন যে মাত্রায় আছে তা দুই দেশই আরও বাড়াতে চায় বলে উল্লেখ করেন তিনি।