দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কর্ণাটকে নির্বাচন কমিশনের আগেই ভোটগ্রহণের তারিখ জানালো বিজেপি

কর্ণাটকের ভোটগ্রহণের তারিখ নির্বাচন কমিশনের ঘোষণার কয়েক মুহূর্ত আগেই জানিয়ে দিয়েছে বিজেপি। দলটির আইটি সেল প্রধান অমিত মালভিয়া এক টুইটে জানান, ১২ মে হবে ভোটগ্রহণ। এই বিষয়টিকে খুবই ‘সিরিয়াস’ ইস্যু মন্তব্য করে করে নির্বাচন কমিশন জানায়, এই তারিখ ‘ফাঁস হওয়ার অভিযোগের ঘটনার তদন্তে’ উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হবে। 

indian express

কিছুক্ষণ পরই ডিলিট করে দেওয়া মালভিয়ার টুইটে বলা ছিল, ’১২ মে ২০১৮ তে কর্নটকে ভোট অনুষ্ঠিত হবে। গণনা হবে ১৮ মে।’ ভোট গ্রহণের তারিখ সঠিক বললেও নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণ হবে ১৫ মে।

মালভিয়ার এই টুইট নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও পি রাওয়াতকে প্রশ্ন করা হয়। কর্নটকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন তিনি। ২০ মিনিট আগেই টুইটে তারিখ জানিয়ে দেন মালভিয়া। 

রাওয়াত তাই ঘোষণা করার আগেই সাংবাদিকরা প্রশ্ন করেন, ঘোষণার আগেই কিভাবে সামাজিক মাধ্যমে ভোটের তারিখ ছড়িয়ে পড়েছে।

জবাবে রাওয়াত বলেন, জনগণ দ্বিধান্বিত হয়ে পড়েছেন। কিছু বিষয় হয়তো ফাঁস হয়ে গেছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবে।