দ্য স্টার

মালয়েশিয়ায় নির্বাচনি এলাকা পুনঃনির্ধারণে ১২৯-৮০ ভোটে বিল পাস

মালয়েশিয়ার নির্বাচনি এলাকার সীমানা পুনঃনির্ধারণ করার পক্ষে রায় দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের পর ১২৯-৮০ ভোটে বিলটি পাস হয়। বৃহস্পতিবার (২৯ মার্চ) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার।

Untitled-2 copy
কয়েক সপ্তাহের মধ্যেই মালয়েশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের জোটের শাসনকে ক্ষমতায় টিকিয়ে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। সীমানা পুনঃনির্ধারণের কারণে রাজাক নির্বাচনে সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। সমালোচকরা একে নির্বাচনে কারচুপির উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, এ সীমারেখার মধ্য দিয়ে বিপুল সংখ্যক বিরোধীদলীয় ভোটারকে অল্প সংখ্যক আসনে সীমাবদ্ধ করে ফেলা হবে।  তবে তুমুল বিরোধিতা সত্ত্বেও পার্লামেন্টে নাজিবের বারিসান ন্যাশনাল জোটের আধিপত্য থাকায় বিলটি পাস হয়। বিলটি পাসের পরও এর বিরোধিতা করে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ মালয়েশিয়ায় নির্বাচনি সীমানারেখা পুনঃনির্ধারণ হয়েছিল ২০০৩ সালে।