ফিনান্সিয়াল টাইমস

ইসরায়েল সীমান্তে দ্বিতীয় সপ্তাহের মতো বিক্ষোভ ফিলিস্তিনিদের

ভূমি দিবস উপলক্ষে শুক্রবার ইসরায়েল সীমান্তে দ্বিতীয় সপ্তাহের মতো বিক্ষোভ প্রদর্শন করেছে ফিলিস্তিনিরা। এ সময় ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হন অন্তত সাত ফিলিস্তিনি। এ বিষয়টি নিয়ে শনিবার শিরোনাম করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস।

FTএ নিয়ে দুই সপ্তাহে ভূমি দিবসের কর্মসূচিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২৮। মারণাস্ত্রের বিপরীতে পাথর ছুঁড়ে প্রতিহত করতে গিয়ে আহত হয়েছে আরও সহস্রাধিক ফিলিস্তিনি। বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনিদের শুক্রবারের বিক্ষোভের কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবারই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান। এদিন তিনি বলেন, ফিলিস্তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভ্যন্তরীণ নীতিমালায় পরিবর্তন আনার কোনও ইচ্ছে নেই। ইসরায়েলের সরকারি রেডিওতে তিনি বলেন, ‘কোনও ধরনের উত্তেজনা দেখা গেলে গত সপ্তাহের মতো করেই কঠোরভাবে জবাব দেওয়া হবে।’

প্রেস লেখা জ্যাকেট পরে গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক ইয়াসির মুর্তজা। ফিলিফিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের তরফে বলা হয়েছে এদিন ইসরায়েলের গুলিতের আগত হয়েছেন আরও ছয় সাংবাদিক। তারা সবাই প্রেস লেখা জ্যাকেট পরে সেখানে সংবাদ সংগ্রহ করছিলেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সীমান্তে এদিন ইসরায়েলের ছোঁড়া গুলিতে ২৯৩ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে ২৫ জনের শরীরের মাথা বা উপরের অংশে গুলিবিদ্ধ হয়েছে।  আরও সহস্রাধিক মানুষ টিয়ার গ্যাস ও অন্য ছোটখাট আহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত নয় ফিলিস্তিনির নাম প্রকাশ করেছে। তারা হলো ওসামা খামিস (৩৮), মাজদি সাবত, হুওসেইন মোহাম্মদ মাদি (১৬), সুবি আবু আতওয়াই (২০), মো. সায়িদ আল-হাজ (৩৩), সোদকি ফারাজ আবু আতওয়াই (৪৫), আলা আদিন আজমালি (১৭)। এছাড়া শনিবার নিহত হয়েছেন হামজা আবদ আল-আল (২০) ও সাংবাদিক ইয়াসির মুর্তজা (৩০)।ফিলিফিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট জানিয়েছে, গাজা সীমান্ত বেড়া থেকে ৩৫০ মিটার দূরে প্রেস লেখা জ্যাকেট পরে খথবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন মুর্তজা।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে ইসরায়েলের হত্যা ও নিপীড়নের নিন্দা জানিয়েছেন। এছাড়া তিনি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত, আরব লীগ ও ইউরোপীয় ইউনিয়নে ফিলিস্তিনি প্রতিনিধিদের ইসরায়েলের চালানো সন্ত্রাস, ও নিরস্ত্র বিক্ষোভকারীদের হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রনেন ম্যানালিস দাবি করেছেন, শুক্রবার গাজা সীমান্তের পাঁচটি স্থানে ২০ হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী জড়ো হয়। এসব বিক্ষোভকারীরা ইসরায়েলের সীমান্ত বেড়া লক্ষ্য করে পাথর ও ফায়ারবোমা ছুঁড়েছে। এই সেনা মুখপাত্রের দাবি অবৈধভাবে ইসরায়েলের ভূখন্ডে প্রবেশের বেশ কয়েকটি চেষ্টা তারা প্রতিহত করেছে।