দ্য হিমালয়ান টাইমস

নেপাল-ভারত সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ: অলি

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি দাবি করেছেন, তার ভারত সফর সফল। এ সফরের মধ্য দিয়ে নেপাল-ভারত সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠেছে। রবিবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন অলি। সোমবার (৯ এপ্রিল) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

হিমালয়ান টাইমস
প্রতিবেদনে বলা হয়, নয়া দিল্লি থেকে ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছান নেপালি প্রধানমন্ত্রী। সেখানে  একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অলি বলেন, তিনি ভারতীয় পক্ষকে জানিয়ে দিয়েছেন, উন্মুক্ততা, পারস্পরিক সম্মান, হস্তক্ষেপহীনতা, পারস্পরিক সুবিধা, স্বাধীনতা, বৈধ পারস্পরিক স্বার্থ এবং মর্যাদার ওপর ভিত্তি করে পররাষ্ট্র সম্পর্কের সূচনা করে নেপাল।  

অলি আরও জানান, দুই দেশের মধ্যে নেপাল-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে জড়িত প্রত্যেকটি ইস্যু নিয়ে কথা হয়েছে। গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে যেকোনও ঝুলে থাকা ইস্যুর সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।