দ্য এক্সপ্রেস ট্রিবিউন

চীন-পাকিস্তান সম্পর্ক আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার স্তম্ভ: শি জিনপিং

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন-পাকিস্তান সম্পর্ককে স্তম্ভ হতে হবে বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১০ এপ্রিল) পাকিস্তানি প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। বুধবার (১১ এপ্রিল) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বোয়াও ফোরাম ফর এশিয়া নামক বার্ষিক সম্মেলন চলার সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠক করেন শি জিনপিং। সেসময় তিনি বলেন, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের আওতায় প্রতিবেশীসুলভ সুসম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক একটি মডেল হয়ে থাকবে।

শি বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি গভীর ও জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেকারণে বন্ধুত্ব দৃঢ় করা এবং কৌশলগত সহযোগিতা গভীর করাটা দুই দেশের জন্য জরুরি।