দ্য হিমালয়ান টাইমস

সরকারি অপচয় বাড়ছে: অডিটর জেনারেলের রিপোর্ট

গত অর্থবছরে নেপালে মোট বরাদ্দকৃত ২ হাজার ১৪৫ বিলিয়ন রুপির মধ্যে বিভিন্ন সরকারি দফতর, স্থানীয় প্রশাসন ও সাংবিধানিক সংস্থাগুলো ১২০ বিলিয়ন রুপি অপচয় করেছে। রাষ্ট্রপতির কাছে নেপালের অডিটর জেনারেলের জমা দেওয়া রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। আর এই খবরকে প্রধান শিরোনাম করেছে দেশটির অন্যতম প্রধান সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস।

noname

ওই খবরে বলা হয়েছে ৫৫ তম রিপোর্টে অডিটর জেনারেল জেনারেল জানিয়েছেন ক্রমবর্ধমান সরকারি বকেয়ার পরিমাণ ২০১৬-১৭ অর্থবছরে দাঁড়িয়েছে পাঁচশো বিলিয়নেরও বেশি।

অডিটর জেনারেলের রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনগুলো তাদের জন্য বরাদ্দকৃত ১৮০ বিলিয়নের ৭.৯ শতাংশ অর্থ ব্যয়ের ন্যায্যতা প্রমাণ করতে পারেনি। এর পরিমাণ প্রায় ১৪.২৫ বিলিয়ন রুপি। জেলা উন্নয়ন কমিটির বকেয়া ১২ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলেও জানানো হয় ওই রিপোর্টে।