গালফ টাইমস

আন্তর্জাতিক পুরস্কারজয়ী উদ্ভাবকদের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল-থানি পুরস্কারপ্রাপ্ত কাতারি উদ্ভাবকদের সঙ্গে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দেখা করেছেন। সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এক্সিভিশন অব ইনোভেশনস-এ অংশ নিয়ে এ উদ্ভাবকরা স্বর্ণ ও রৌপ্য মেডেল জিতে নিয়েছেন। শুক্রবার (২০ এপ্রিল) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বৈজ্ঞানিক ফোরামে কাতারি উদ্ভাবকদের প্রচেষ্টা ও তাদের অর্জনের প্রশংসা করেছেন। এ ফোরাম বিশ্বের বিভিন্ন জায়গার উদ্ভাবকদেরকে একত্রিত করে থাকে। কাতারের প্রধানমন্ত্রী তার দেশের উদ্ভাবকদের সফলতা কামনা করেছেন। আরও বেশি বৈজ্ঞানিক অর্জনের মধ্য দিয়ে কাতারকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করে উপস্থাপন করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইন্টারন্যাশনাল এক্সিভিশন অব ইনোভেশনস-এ কাতার সায়েন্টিফিক ক্লাবের উদ্ভাবকরা ছয়টি মেডেল জিতেছেন। এর মধ্যে চারটি সোনা এবং দুটি রূপা। ইন্টারন্যাশনাল এক্সিভিশন অব ইনোভেশনস-এ ৪০টি দেশের ৬০০ উদ্ভাবক অংশ নিয়েছিলেন।