হিন্দুস্তান টাইমস

কর্নাটকে মোদির প্রচারণা শুরু, বললেন 'বিজেপি ঝড় আসছে'

ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকে বিধানসভা নির্বাচনে নিজ দল বিজেপির হয়ে প্রচারণা শুরু করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। মঙ্গলবার (১ মে), দলীয় প্রচারে অংশ নিতে গিয়ে তিনি জানান, রাজ্যে বিজেপি হাওয়া নয়, ঝড় রয়েছে। বুধবার (২ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রথম পাতা
কর্নাটকে প্রথম জনসভায় অংশ নিয়ে নরেন্দ্র মোদি দাবি করেন, রাজ্যে বিজেপির অনুকূলে সামান্য কোনও হাওয়া নয়, বরং প্রবল ঝড় উঠেছে। তিনি বলেন, ‘খবর হল কর্নাটকে বিজেপি হাওয়া চলছে। যদিও বাস্তব হল, এটা কোনও হাওয়া নয়, এটা ঝড়।’ ক্ষমতাসীন কংগ্রেস সরকার দুর্নীতির পাকে জড়িয়ে রয়েছে বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন, কংগ্রেস কেন্দ্রের উন্নয়ন প্রচেষ্টায় বাধা দিচ্ছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দিনকয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ করেছিলেন। বলেছিলেন, দুর্নীতিসহ নানা ইস্যুতে ১৫ মিনিট তাকে সংসদে বলার সুযোগ দিলে তিনি যা বলবেন, তারপর নরেন্দ্র মোদি সংসদে ১৫ মিনিট বসে থাকতে পারবেন না। মঙ্গলবার নরেন্দ্র মোদি পাল্টা রাহুলকে কটাক্ষ করেন। বলেন, “উনি ১৫ মিনিট বলবেন, সেটাই অনেক বড় ব্যাপার। যখন শুনলাম উনি বললে আমি নাকি বসেই থাকতে পারব না, তখন ভাবলাম, কী দারুণ দৃশ্য সেটা! স্যার, আপনি কংগ্রেস সভাপতি। আপনার সামনে কী করে বসতে পারি আমরা? আপনি হলেন গিয়ে ‘নামদার’ লোক, আর আমি ‘কামদার’। আপনার সামনে বসার যোগ্যতাই নেই আমাদের!”

কর্নাটকে আগামী কয়েকদিনে ১৫টি সভা করবেন মোদি। রাহুল গান্ধীকে নিশানা করে নরেন্দ্র মোদি এও বলেন, বর্তমানে যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন, তাদের দেশের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কোনও উপলব্ধিই নেই।