ডন

কয়েক বছর বিলম্বের পর অবশেষে ইসলামাবাদ বিমানবন্দরের উদ্বোধন

নানা ঘোষণা, বিলম্ব এবং পুন:ঘোসণার পর অবশেষে পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ মে) পাকিস্তানি প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি বিমানবন্দরটি উদ্বোধন করেন। বুধবার (২ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

ডনের প্রথম পাতা
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টারে করে বিমানবন্দরে পৌঁছান আব্বাসি। বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন ছিল। বিমানবন্দরটি তৈরি করতে ১০৫ বিলিয়ন পাকিস্তানি রুপি খরচ হয়েছে। এটিই দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর। বৃহস্পতিবার (৩ মে) থেকে সেখানে বিমান চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। 

ইসলামাবাদে ১৯ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ‘ওয়াই’ আকৃতির বিমান বন্দরটি তৈরি করা হয়েছে। নতুন ইসলামাবাদ বিমানবন্দরটি ২০ এপ্রিল উদ্বোধনের কথা থাকলেও প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির বিদেশ সফরের কর্মসূচি থাকায় তা পিছিয়ে দেওয়া হয়।