দ্য হিমালয়ান টাইমস

নেপালে পরিবহন ধর্মঘটকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিচ্ছে সরকার

নেপালে পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটির সরকার। প্রয়োজনীয় সেবার ক্ষেত্রে দেশটিতে ধর্মঘট নিষিদ্ধ থাকলেও বেশকিছু দাবিতে নেপালি জাতীয় পরিবহণ মালিক সমিতি ধর্মঘট চালিয়ে যাচ্ছে। সরকার দেশটিতে পরিবহণ সিন্ডিকেট ভেঙে ফেলতে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। খবরটিকে শনিবার (৫ মে) নিজেদের প্রধান শিরোনাম করেছে নেপালের শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা দ্য হিমালয়ান টাইমস।

Capture

খবরে বলা হয়, চলমান ধর্মঘটের ব্যাপারে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা, ভৌত অবকাঠামো ও পরিবহণমন্ত্রী রঘুবীর মাহাশেঠ ও নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর চিরঞ্জীবী শুক্রবার এক বৈঠক করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পরিবহণ মালিকদের সম্পদের ব্যাপারে তদন্ত শুরুর সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এই লক্ষ্যে পরিবহণ ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট জেলা প্রশাসন অফিস থেকে পরিবহণ মালিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। পরে তা খতিয়ে দেখার জন্য মানি লন্ডারিং বিভাগের কাছে দেওয়া হবে।

 বৈঠকে পরিবহণ ব্যবস্থাপনা বিভাগকে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসব পরিবহণ মালিকদের ব্যাংক হিসাব সম্পর্কে তথ্য সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু জাতীয় পরিবহণ মালিক সমিতিই নয়, ধর্মঘটে যোগদানকারী অন্যান্য মালিক সংগঠনগুলোর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।