আনাদোলু পোস্ট

ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদাসীন: এরদোয়ান

ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ‘উদাসীনতা’ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোয়ান। সোমবার (৭ মে) ইস্তানবুলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইসরায়েলি আক্রমণের কারণে ফিলিস্তিনিরা যে ভোগান্তি পোহাচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা থেকে বোঝা যায়, কোনও সমাজের নিরাপদ ভবিষ্যত নেই। মঙ্গলবার (৮ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু পোস্ট।

আনাদোলু পোস্টের প্রথম পাতা
ইস্তানবুলে সিমাল রেসিট কনসার্ট হলে ইন্টারন্যাশনাল মাউন্ট অব অলিভস পিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘নিপীড়ন, হত্যা এবং অবিচারের শিকার হওয়া ফিলিস্তিনিরা বিশ্বজুড়ে সকল দমিত জনগণের প্রতীক।’

এরদোয়ানের মতে, ফিলিস্তিন ও জেরুজালেম প্রশ্নে বিশ্বের অবস্থান কী হবে তার উপর মানবতার ভবিষ্যত নির্ভর করছে। তিনি বলেন, ‘যদি উল্টোটা হয়, তবে আমাদের জন্য একটি অন্ধকার ভবিষ্যত অপেক্ষা করছে। সে অন্ধকার ভবিষ্যতে সব অধিকার, স্বাধীনতা, নৈতিকতা এবং ন্যায়পরায়ণতা থাকবে না কিংবা তা নির্মূল করা হবে এবং সেখানে অত্যাচার চলতে থাকবে।’