গালফ টাইমস

নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে ইরান পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররাও।

gulf times

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেখা যায, ট্রাম্প হোয়াইট হাউস থেকে ঘোষণা করছেন যে ইরানের ওপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে এনেছেন। তিনি বলেন, ‘এটি একটি ভয়াবহ চুক্তি ছিল। এটি শান্তি আনেনি, কখনও আনবেও না।’

২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ৬ জাতিগোষ্ঠী চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্র (পি-ফাইভ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি (ওয়ান) চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তারা। বুধবার পূর্বসূরী ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে তা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

ট্রাম্পের অভিযোগ, তার পূর্বসূরী বারাক ওবামার করা এই চুক্তি ইরানকে পরমাণূ পরীক্ষা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বলেন, ‘এটা আমার কাছে পরিষ্কার যে এই চুক্তির মাধ্যমে আমরা তাদের পারমাণবিক পরীক্ষা থেকে দূরে রাখতে পারবো না।’