হিন্দুস্তান টাইমস

কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ১৫ মে

একাধিক ইস্যুকে সামনে রেখে শনিবার (১২ মে) অনুষ্ঠিত হচ্ছে ভারতের কর্নাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ২২৪টি আসনের মধ্যে এদিন ভোটগ্রহণ হচ্ছে ২২২ আসনে। জয়নগর আসনে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে পিছিয়ে গেছে ভোট। আর রাজরাজেশ্বরী নগরে একটি ফ্ল্যাট থেকে ১০ হাজার ভোটার কার্ড বাজেয়াপ্ত করার পর সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ১৫ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এ নির্বাচনের খবরকে শনিবার প্রথম পাতার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের প্রথম পাতা
শনিবার অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে ৪ কোটি ৯৮ লাখেরও বেশি ভোটার ২৬০০-র বেশি প্রার্থীর মধ্য থেকে নিজের পছন্দের জনপ্রতিনিধি বেছে নেবেন। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আর ফলাফল ঘোষণা করা হবে ১৫ মে।

রাজ রাজেশ্বরী নগর আসনে ২৮ মে ভোট হবে, ফল জানা যাবে ৩১ মে।

ভারতের দক্ষিণের এই রাজ্যে লড়াই ত্রিমুখী। জেডিএস ময়দানে থাকলেও মূল যুদ্ধ চলছে ক্ষমতাসীন কংগ্রেস ও বিজেপির মধ্যে। ১৯৮৫ সাল থেকে কোনও দল এ রাজ্যে পরপর ২ বার ক্ষমতা ধরে রাখতে পারেনি।