গালফ টাইমস

জিসিসি সংকটের প্রভাব শুধু পাঁচ দেশে সীমাবদ্ধ নেই: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

জিসিসি সংকটের প্রভাব কেবল সংশ্লিষ্ট পাঁচটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। তার দাবি, এ সংকটের প্রভাব সকল আরব ও ইসলামী দেশগুলোর উপর একইভাবে পড়ছে। রবিবার (১৩ মে) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।

গালফ টাইমসের প্রথম পাতা
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে উদ্ধৃত করে গালফ টাইমস জানায়, শনিবার ইস্তানবুলে ফোরাম ফর আরব জার্নালিস্টস-এর সঙ্গে একটি সম্মেলন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সেসময় বর্তমান কিছু আরব ইস্যু নিয়ে তার দেশের অবস্থান সম্পর্কে আলোচনা করেন তিনি।

উপসাগরীয় সংকট সমাধানে কুয়েতি আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ’র প্রচেষ্টার প্রশংসা করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কুয়েতের বড় ধরনের ভূমিকার প্রশংসা করেন তিনি। উপসাগরীয় সংকট নিরসনে সব পক্ষের মধ্যে আলোচনার ওপরও জোর দিয়েছেন তিনি।